মুন্সিগঞ্জে আ’লীগের সংঘর্ষ, আহত ১১
মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে আদালত প্রাঙ্গণ ৪৯ জনকে আটক করেছে পুলিশ।
গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ও আওয়ামী লীগ সমর্থিত গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতার সমর্থকদের মধ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সদর উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন প্রধান হত্যাকাণ্ডসহ পৃথক ৩ মামলায় আদালতে হাজিরা দিতে এসে এ সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।
এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে আসেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা।
এ সময় তোতার প্রতিপক্ষ গজারিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুলের সমর্থকরা তার উপর হামলা চালায়।
এতে তোতার সমর্থকরাও পাল্টা হামলা করলে আদালত প্রাঙ্গণেই সংঘর্ষ বেঁধে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি আরও জানান, আটকদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার পর আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান ওসি।