বাংলাদেশের সাথে সাইবার যুদ্ধের ঘোষনা মায়ানমার হ্যাকারদের
প্রযুক্তি ডেস্কঃ মায়ানমার এর হ্যাকার দল ইউনিট ফোর এম ইতিমধ্যে ফেসবুক পোস্ট এর মাধ্যমে তাদের অফিসিয়াল পেজ থেকে বাংলাদেশের সাথে সাইবার যুদ্ধের ঘোষনা দিয়ে দিয়েছে। সম্প্রতি তারা বিচ্ছিন্ন ভাবে হামলা চালিয়ে যাবে বলে ঘোষণা দেয়। সম্প্রতি মিয়ানমারের সাথে বর্ডারের বাংলাদেশ বিজিবি কর্তৃক তাদের ৪জন বিজিপি নিহত হবার ঘটনায়, দেশটির সাইবার হ্যাকার দল বাংলাদেশের সকল ওয়েব সাইট হ্যাক করার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে বাংলাদেশ এর হ্যাকারগন মিয়ানমারের এই সাইবার যুদ্ধ প্রতিরোধ করবে বলে ঘোষণা দিয়েছে। আর সাথে সাথে মিয়ানমারের ওয়েব সাটগুলোতে হামলারও হুমকি দিয়েছে। মায়ানমার সাইবার স্পেস বলতে তাদের সরকারী সাইটগুলো। কমার্সিয়াল সাইট খুব কমই। বাংলাদেশ এর হ্যাকাররা কেমন ভূমিকা পালন করবে সেটাই দেখার বিষয়।