তেলেঙ্গানাকে স্বাগত জানিয়েছে বলিউড
বিনোদন ডেস্কঃ সোমবারই তেলেঙ্গার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাও। দেশের ২৯তম রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে তেলেঙ্গানা। গোটা ভারতের সঙ্গে তেলেঙ্গানাকে স্বাগত জানিয়েছে বলিউডও।
সোমবার বলিউড তারকাদের টুইটার অ্যাকাউন্ট জুড়ে ছিল তেলেঙ্গানার প্রতি শুভেচ্ছা। টুইট করেছেন মধুর ভান্ডারকর, নেহা ধুপিয়া, গুল পনাগ, দিয়া মির্জা, রীতেশ দেশমুখ। হায়দারাবাদের মেয়ে দিয়া লিখেছেন, ‘হ্যাপি বার্থডে তেলেঙ্গানা। সব ক্ষেত্রেই তেলেঙ্গানার সম অধিকার ও উন্নতি প্রার্থনা করি। একজন হয়দরাবাদি হয়ে গর্বিত।’
গুল পনাগ লিখেছেন, ‘২৯ নম্বর। শুভেচ্ছা তেলেঙ্গানা! উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’