নেপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের পশ্চিমাঞ্চলে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ১৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১১জনই ভারতীয়। আহত হয়েছে বেশ কয়েকজন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার বিকেলে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ২৫০ কিলোমিটার দূরে পয়ুথান জেলায় এ দুর্ঘটনা ঘটে।
দেশটির পুলিশ জানিয়েছে, অন্তত ৬০জন যাত্রী নিয়ে বাসটি স্বর্গদ্বারী মন্দির থেকে কপিলাবস্তু যাচ্ছিল। পাহাড়ি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৬জনের।
Posted in: আর্ন্তজাতিক