সিরিয়ায় ভোটগ্রহণ চলছে
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটকেন্দ্রে সহিংসতার আশঙ্কার ভেতর দিয়েই ভোট দিচ্ছেন সিরিয়ার নাগরিকরা।
ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
এ নির্বাচনে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদে বাশার আল-আসাদের জয়লাভের ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
তবে সরকার নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতেই শুধু ভোটগ্রহণ চলছে। বিদ্রোহীদের কব্জায় থাকা এলাকাগুলোতে ভোটগ্রহণ সম্ভব হচ্ছেনা বলে জানিয়েছে আল জাজিরা অনলাইন।
প্রেসিডেন্ট পদে বাশারের সঙ্গে লড়াইয়ে নামা অপর দুই প্রার্থী হলেন- মাহের হাজ্জার ও হাসান আল-নওরি। তবে তারা তেমন পরিচিত নন।
সিরীয় সরকারের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীরা এ নির্বাচনকে ‘রক্তাক্ত নির্বাচন’ বলে আখ্যায়িত করেছে।
মঙ্গলবারের প্রেসিডেন্ট নির্বাচনকে বিগত ৫০ বছরের মধ্যে প্রথম বিতর্কিত একটি নির্বাচন হিসেবে দেখা হচ্ছে। বাশার এবং তার পিতা হাফেজ আল আসাদ এর আগে জনগণের ম্যান্ডেট পেতে এতটা নাজুক অবস্থায় কখনো পড়েননি।
এদিকে, জাতীয় পুনর্মিলন এবং নিরাপত্তার নিশ্চিতের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত করতে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ওয়েল আল-হালকি।
নির্বাচনের দিনটিকে সিরিয়ার জন্য ‘ঐতিহাসিক’ দিন হিসেবে উল্লেখ করেন তিনি।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সারা দেশে এক কোটি ৫৮ লাখ ভোটার রয়েছেন। ভোটকেন্দ্র রয়েছে নয় হাজার ছয়শ’টি।
গত তিন বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধে জর্জরিত দেশটিতে জাতিসংঘের মতে প্রায় দুই লাখ মানুষ নিহত হয়েছেন।