যুবলীগের নেতাকে কুপিয়ে হত্যা
ফেনী প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের আদর্শ গ্রামের ওয়ার্ড যুবলীগের সভাপতি জসিম উদ্দিনকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত একটার দিকে আদর্শগ্রাম পুলিশ ফাঁড়ির কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় আাধিপত্যের জের ধরে নিজ দলের কর্মীরাই তাকে হত্যা করেছে বলে সন্দেহ করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, রাত একটার দিকে জসিম উদ্দিন আদর্শগ্রামের নিজ বাড়ি থেকে একই গ্রামের একটি বিয়ে বাড়ি যাচ্ছিলেন। তিনি আদর্শগ্রাম পুলিশ ফাঁড়ির কাছে পৌঁছালে যুবলীগের প্রতিপক্ষ গ্রুপ তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে ফেনী সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো আবু সালেহ জানান, দলে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।
লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় সুমনসহ ছয়জনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। সুমনকে যুবদলকর্মী বলা হলেও স্থানীয়রা জানান, তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।