বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » অবৈধভাবে ক্ষমতায় সরকারঃমোয়াজ্জেম হোসেন

অবৈধভাবে ক্ষমতায় সরকারঃমোয়াজ্জেম হোসেন 

moazzam-

এই দেশ এই সময়,ঢাকাঃ  বর্তমান সরকারকে ফরমালিন দিয়েও বাঁচানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

moazzam-মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মৎসজীবীদল আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘দেশে বর্তমানে আইয়্যামে জাহেলিয়াত চলছে। এভাবে চলতে থাকলে কিছুদিন পর এ সরকারকে ফরমালিন দিয়েও বাঁচানো যাবে না।’

শাহ মোয়াজ্জেম বলেন, ‘শেখ হাসিনা কতটা পাগল হলে বিনা ভোটে জোর করে ক্ষমতা দখল করে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন। আবার হাইকোর্টের বিচারপতিদের সম্বন্ধে যে ধরনের কথাবার্তা তিনি বলেছেন, সে সম্পর্কে কিছু বলতে পারব না। আমার বিশ্বাস আদালতের যদি সম্ভ্রম থাকে, মর্যাদা থাকে তাহলে আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।’

তিনি আরও বলেন, ‘শেখ মুজিব বাংলাদেশের রাজনীতিতে গুম-হত্যা, অপহরণ এসব শেখায়নি। তিনি শিখিয়ে ছিলেন আন্দোলন করতে, মিছিল-মিটিং করতে। কিন্তু তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে গুম-হত্যা, অপহরণ এসব আমদানি করেছেন।’

শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘হাসিনা তো রং হেডেড। অবৈধভাবে ক্ষমতায় এসে পাগল হয়ে গেছে। শেখ হাসিনা রং হেডেড, পাগল। আর পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। জিয়াউর রহমানকে নিয়ে শেখ হাসিনা কি বলল না বলল তাতে কিছু যায় আসে না। এ দেশ যতদিন থাকবে, দেশের মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন শহীদ জিয়া অমর থাকবেন।’

এ সময় তিনি জিয়াউর রহমানের কারণেই শেখ হাসিনা বাংলাদেশে আসতে পেরেছিলেন বলেও দাবি করেন।

জাতীয়তাবাদী মৎসজীবী দলের সাধারণ সম্পাদক মিলন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা ইসমাঈল হোসেন বেঙ্গল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ুয়া প্রমুখ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone