উন্নত বিশ্বের পাশে দাঁড়াবে বাংলাদেশঃপ্রধানমন্ত্রী
এই দেশ এই সময়,ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত বিশ্বের পাশে দাঁড়াবে। সব জেলা পর্যায়ক্রমে হাইটেক পার্ক করে দেয়া হবে। থ্রি-জি চালু হয়ে গেছে। ফোর-জি চলে আসবে অচিরেই।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৪ এর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ৪ দিনব্যাপী এই সম্মেলনের স্লোগান হচ্ছে ‘ভবিষ্যতের বাংলাদেশ’।
প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি ব্যবহার করে দেশকে এগিয়ে নেয়া সরকারের লক্ষ্য। ২০০১ সালে টেলিযোগাযোগ আইন প্রণয়ন করেছে আওয়ামী লীগ সরকার।
তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ কখনো পিছিয়ে যাবে না, এগিয়ে যাবে।