অভিনয় ছাড়ছেন অস্কারজয়ী অ্যাঞ্জেলিনা জোলি
বিনোদন ডেস্কঃ অভিনয় ছাড়ছেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ‘ক্লিওপেট্রা’ নামের ছবিটির শুটিং শেষ করে তিনি অভিনয়কে বিদায় জানাবেন। এরপর তিনি পরিচালনায় নিয়মিত হবেন বলে জানিয়েছেন।
জোলি বলেন, রানী ক্লিওপেট্রা ইতিহাসের জনপ্রিয় একটি চরিত্র। সে কারণেই এ ছবিতে তিনি অভিনয় করছেন। তা না হলে, এখনই তিনি অভিনয় ছেড়ে দিতেন। রানী ক্লিওপেট্রার জীবনী নিয়ে ‘ক্লিওপেট্রা’ ছবিটির পটভূমি গড়ে উঠেছে। এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন জোলি। বর্তমানে ছবিটি নির্মাণের পরিকল্পনার চলছে।
এদিকে অভিনয় ছেড়ে আগামীতে জোলি পুরোদস্তুর পরিচালক হতে চাইছেন। কারণ অভিনয়ের চেয়ে ইদানীং পরিচালনার কাজটিকেই তার বেশি ভালো লাগছে।
প্রসঙ্গত, সর্বপ্রথম ২০১২ সালে জোলি ‘ইন দ্য ল্যান্ড অফ বস্নাড অ্যান্ড হানি’ নামে একটি ছবি নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি কয়েকটি ডকুমেন্টারি ও স্বল্পদৈর্ঘ্য ছবি নির্মাণ করেছেন।
উল্লেখ্য, অ্যাঞ্জেলিনা জোলি অভিনয়ের পাশাপাশি মানবাধিকার বিষয়ে জাতিসংঘে কাজ করছেন। ২০১২ সালে তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক বিশেষ দূত হিসেবে যোগ দেন। পরিচালনার পাশাপাশি তিনি মানবাধিকার বিষয়ে কাজের প্রতি আরো বেশি মনোযোগী হবেন বলে জানিয়েছেন।