বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিশেষ সংবাদ » সীমান্ত হত্যা ঘটনায় ক্ষমা চেয়েছে বিএসএফ

সীমান্ত হত্যা ঘটনায় ক্ষমা চেয়েছে বিএসএফ 

chuadanga_district_map_bangladesh-53.jpg_2089_0.chuadanga_district_map_bangladesh-53

মোঃ জাফর ইকবাল, ঢাকা :    চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে মহেশপুর সীমান্ত হত্যা ঘটনায় ক্ষমা চেয়েছে chuadanga_district_map_bangladesh-53.jpg_2089_0.chuadanga_district_map_bangladesh-53ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার সকাল সাড়ে ৭ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত দীর্ঘ ২ ঘন্টা এ বৈঠক চলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল মাহমুদ সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার ভোরে মহেশপুর সীমান্তে বিএসএফ-এর গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী রিপন নিহত হওয়ায় ভারতের কৃষ্ণনগর সেক্টর কমান্ডার পি.এস.শেখর দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করে বলেন, এর সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক শাস্তির ব্যবস্থা করা হবে। সীমান্ত হাটের ব্যাপারে তিনি জানান, চুয়াডাঙ্গা জেলার জীবননগর চ্যাংখালী ও মেহেরপুর মুজিবনগর সীমান্ত হাট চূড়ান্ত করা হয়েছে এবং কাজও শুরু হয়ে গেছে যা অতি দ্রুত সম্পন্ন হবে। ভারতে নতুন সরকার ক্ষমতায় আসায় বিজিবি-বিএসএফ-এর মধ্যে আরও সুসম্পর্ক গড়ে উঠবে বলেও তিনি জানান। এসময় বিজিবি’র পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল এস এম মনিরুজ্জামান, সুবেদার আবু তাহের ও খোরশেদ আলম। বিএসএফ-এর পক্ষে ছিলেন ১১৩ ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল ভিরেন্দ্র দত্ত, ১৭৩ ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল অনিল শর্মা, সহকারী কমিশনার এসি দিপক থাপ্পা ও ইন্সপেকটর বিজয় বিশ্বাস। –

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone