পাকিস্তানে আত্মঘাতি বোমা হামলায় নিহত ৫
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর একটি বাসে আত্মঘাতি বোমা হামলায় দুই সেনা অফিসারসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আরো অনেকে আহত হন।
বুধবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ফাতেহ জং রোডে রেলওয়ের কাছাকাছি এই ঘটনায় আহত সেনাদের সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। আশপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীদের শনাক্ত করতে প্রচেষ্টা চলছে। সূত্র: ডন
Posted in: আর্ন্তজাতিক