মানবতাবিরোধী অপরাধের কামারুজ্জামানের আপিল শুনানি শুরু
এই দেশ এই সময়,ঢাকাঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে বৃহস্পতিবার এ শুনানি শুরু হয়। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। কামারুজ্জামানের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় গত বছর ৯ই মে কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদ-ের রায় ঘোষণা করেছিল ট্রাইব্যুনাল। বিচারপতি এম ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ ওই রায় ঘোষণা করেছিল। এ রায়ের বিরুদ্ধে গত বছর ৬ই জুন আপিল দায়ের করেন কামারুজ্জামান। ২৯শে সেপ্টেম্বর আপিলের সার-সংক্ষেপ জমা দেয় আসামীপক্ষ।