বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » মেসির নামে কুকুর-বিড়ালের নাম

মেসির নামে কুকুর-বিড়ালের নাম 

26505_mesi

স্পোর্টস ডেস্কঃ  বার্সেলোনার জনপ্রিয় আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লিওনেল মেসি এবারের ফুটবল বিশ্বকাপে নিজ দেশের হয়ে দুনিয়া কাঁপাবেন, এমন প্রত্যাশা ফুটবল প্রেমীদের। আর্জেন্টিনার জার্সি গায়ে ফুটবল খেলতে নেমে বার্সেলোনার মেসিকে খুঁজে পাওয়া যায় না, এমন সমালোচনার জবাব এবার দেবেন মেসি এমনটাই সবাই চান। 26505_mesiমেসি তার নামের প্রতি সুবিচার করলে, সেটা দর্শকদের জন্য হবে বাড়তি পাওনা। যারা আর্জেন্টিনাকে সমর্থন করেন না, তারাও মেসির ছন্দময় ফুটবলের জাদুতে দুর্বল। যাই হোক। আসল প্রসঙ্গে ফেরা যাক। মজার ব্যাপার হলো, স্পেনের ক্যাটালোনিয়ার পোষা প্রাণীর মালিকেরা নিজেদের প্রিয় কুকুর বা বিড়ালটির নামকরণে মেসির নামকে প্রাধান্য দিচ্ছেন। ২০১৪ সালের শুরুতে নেপোলিয়নের নামে ১০২ এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নামে ৪৮টি কুকর-বিড়ালের নামকরণ করা হয়েছিল। জনপ্রিয় গায়িকা শাকিরার নামেও পোষা প্রাণীর নাম রাখা হয়েছে। কিন্তু, মেসি তাদের সবাইকে ছাপিয়ে গেছেন বিস্তর ব্যবধানে। মেসির নামে নামকরণ করা হয়েছে ৭০১টি বিড়াল ও কুকুরের। এ খবর দিয়েছে অনলাইন মিড -ডে। আরেক বিশ্ব কাঁপানো তারকা ফুটবলার রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নামে মাত্র ১০টি প্রাণীর নামকরণ করেছেন তাদের মনিবরা। ক্যাটালোনিয়ার পশুচিকিৎসক সংগঠন মজার এ পরিসংখ্যানটি দিয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone