বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিশেষ সংবাদ » দুই বোনকে যৌনশোষণ করাতেন মা

দুই বোনকে যৌনশোষণ করাতেন মা 

bon

অনলাইন ডেস্কঃ  দুই নাবালিকা বোন তাদের মায়ের বিরুদ্ধে লজ্জাজনক অভিযোগ করেছে৷ তারা জানিয়েছে তাদের মা তার প্রেমীর সাহায্যে তাদের দুই বোনের অশ্লীল       bonএমএমএস বানিয়েছে৷

দুই বোন তাদের বয়ানে বলে তাদের মায়ের এই নোংড়া কাজে সাহায্য করতে তাদের মায়ের প্রেমী৷ এছাড়াও ওই ব্যাক্তি দুই বোনের যৌনশোষণও করত৷ দুই বোনের বয়ানের ভিত্তিতে তাদের মা ও তার প্রেমীকে গ্রেফতার করা হয়েছে৷

অভিযুক্ত মহিলা একটি স্কুলের অধ্যক্ষা৷ চার বছর আগে তার স্বামীর মৃত্যুর ফলে তিনি এই চাকরি পান৷ নির্যাতিতা মেয়েদের বক্তব্য অনুযায়ী তাদের বাবার মৃত্যুর পর থেকেই মায়ের প্রেমী মুখ্তার খান তাদের বাড়িতেই থাকত৷ এরপর থেকেই মা প্রেমীর সঙ্গে মিলে মেয়েদের শোষণ শুরু করতে থাকে৷

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone