রণবীর-প্রিয়াঙ্কার উড়ন্ত চুমু
বিনোদন ডেস্কঃ জোয়া আখতারের ছবিতে ভাই-বোনের চরিত্রে দেখা গেলেও, ছবির ভাই-বোন রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়ার সর্ম্পকে প্রচুর মারপ্যাঁচ৷ আর এই মারপ্যাঁচ শুরু ‘গুন্ডে’ ছবির প্রোমোশন থেকেই৷
গল্পটা হল, ‘গুন্ডে’র প্রোমোশনে নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার দিকে উড়ন্ত চুমু ছুঁড়েছিলেন রণবীর সিং৷ তবে ব্যাপারটিকে খুব একটা ভাল চোখে নেননি প্রিয়াঙ্কা৷ রণবীরকে স্পষ্ট জানিয়েছিলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিনিয়রের সঙ্গে এরকম ব্যবহার মোটেও ঠিক নয়৷ রণবীরও বেশ গায়ে মেখেছিলেন চুমু কাব্যটি৷ সে কাব্য মনে করেই কাজের বাইরে কোনও কথাই বলতে নারাজ রণবীর-পিগি৷ এমনকি জোয়া আখতারের ‘দিল ধরেক নে দো’র শ্যুটিংয়েও খুব কমই কথা বলতে দেখা যায় দু’জনকে৷ আপাতত, বার্সেলোনায় এই ছবির শ্যুটিংয়েই ব্যস্ত রণবীর, প্রিয়াঙ্কা, আনুশকা আর ফারহান৷
–