প্রস্তাবিত বাজেট ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধিঃ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেট বক্তৃতা দিচ্ছেন। বৃহস্পতিবার বেলা তিনটায় জাতীয় সংসদে তিনি বক্তৃতা শুরু করেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনের সরকারের জন্য এটিই প্রথম বাজেট। অর্থমন্ত্রীর ব্যক্তিগতভাবে আটবারের মতো বাজেট পেশ করছেন।
২০১৪-১৫ অর্থবছরের জন্য দেশের এ যাবতকালের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ করছেন আবুল মাল আবদুল মুহিত। এবারের প্রস্তাবিত বাজেটের আকার ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা।
এর আগে এরশাদ সরকারের অর্থমন্ত্রী মুহিত হিসেবে দুইটি, নবম জাতীয় সংসদে মহাজোট সরকারের অর্থমন্ত্রী হিসেবে পাঁচটি এবং দশম জাতীয় সংসদের অর্থমন্ত্রী হিসেবে এই প্রথম বাজেট উত্থাপন করছেন তিনি।
Posted in: জাতীয়