নেপালের রাজধানী কাঠমান্ডু শিব বা মহাদেব
পর্যটন ডেস্কঃ নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে বিশ কিলোমিটার দূরে আছে বিশ্বের সবচেয়ে লম্বা শিব/মহাদেব এর ভাস্কর্য। ভক্তাপুর জেলার সীমানায় অবস্থিত এই ভাস্কর্যকে নেপালিরা বলে কৈলাসনাথ মহাদেব স্ট্যাচু। ছোট এক পাহাড়ি গ্রাম। পাহাড়ের উপর ত্রিশুল হাতে দাড়িয়ে আছে শিব বা মহাদেব। গলায় জড়ানো আছে সর্প দেব। হিন্দু ধর্ম অনুযায়ী এর নাম নাম বাসুকী/ভাসুকি। ভগবান শিব তথা মহাদেব তথা চন্দ্রনাথের গলায় এটি সর্বদা পরিধেয় থাকে। এই বাসুকী হচ্ছে সর্পের দেবী মা মনসার বড় ভাই। পুরো জায়গাটা সবুজে ছাওয়া। মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে ঘাসের গালিচা বিছিয়ে রেখেছে। ধাপে ধাপে সিঁড়ি উঠে গেছে। সিঁড়ি গুলো যথেষ্ট চওড়া আর দুইপাশে রেলিং দেয়া । এই শিব মূর্তিটি একশত তেতাল্লিশ ফিট লম্বা। ব্রোঞ্জ, কপার, ষ্টীল, জিংক আর সিমেন্ট দিয়ে এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। প্রতিদিন এখানে প্রচুর পর্যটকরা আসে দেখার জন্য। পাহাড়ের উপর সাঁই সাঁই করে বাতাস বয়ে যাচ্ছে। কি বিশাল স্ট্যাচু! ২০০৪ সালে এর নির্মাণ কাজ শুরু হয় আর শেষ হয় ২০১১ তে। যেহেতু এটা কৈলাসনাথ মহাদেব এর স্ট্যাচু তাই এখানে মহাদেব এর পরিবারের সদস্যদের স্ট্যাচু আছে। কৈলাসনাথ পাহাড়ের উপর শিব/মহাদেব দুইপাশে দুই ছেলে কার্ত্তিক আর গণেশ কে নিয়ে বসে আছে। পিছনে তার বাহন নন্দি (গরু)। সবগুলা স্ট্যাচু একি উপাদানে তৈরি। সারি সারি শিবলিঙ্গ আছে পূজা করার জন্য। নেমে আসার পথে দেখা যায় শান্ত সবুজ পাহাড়ি গ্রাম। কাঠমান্ডুর কাছে হওয়াতে একবেলায় ঘুরে আসা যায় সাঙ্গা। দুপাশে পথের দৃশ্য আর পাহাড়ি গ্রাম অবশ্যই ভাল লাগবে সবার।