২০১৪-২০১৫ অর্থবছরের বাজেট স্বপ্নবিলাসী : এরশাদ
এই দেশ এই সময়,ঢাকাঃ ২০১৪-২০১৫ অর্থবছরের বাজেটকে স্বপ্নবিলাসী বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে এরশাদ বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে তার বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদের বিরোধী দল হিসেবে আমরা প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করছি না, তবে বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করছি।
তিনি বলেন, দেশে যদি সুশাসন ও রাজনৈতিক স্থিতিশিলতা না আসে তবে বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। আর সন্ত্রাস, নৈরাজ্য, হত্যা, বিচার বর্হিভূত হত্যা ঘটতে থাকলে বৈদেশিক ও অভ্যন্তরীণ বিনিয়োগও ব্যাহত হবে।
নারায়ণগঞ্জের সাত খুন ও ফেনীর হত্যা নিয়ে তিনি বলেন, এ কথা মনে হলে মাথা হেড হয়ে যায়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য আবু হোসেন বাবলা ও প্রেস সেক্রেটারী শুনীল শুভ রায় প্রমুখ।