বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
যশোর প্রতিনিধিঃ বেনাপোলের অগ্রভুলোট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে পারভেজ (২১) নামে এক বাংলাদেশি গরুর রাখাল নিহত হয়েছেন।
রবিবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
পারভেজ সীমান্তবর্তী অগ্রভুলোট গ্রামের সুজন মাস্টারের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে পারভেজসহ একদল রাখাল ভারত থেকে গরু নিয়ে ইসামতি নদী পার হয়ে দেশে ফিরছিলেন। এসময় ভারতের ঝাউডাঙ্গা সীমান্তের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে পারভেজ গুলিবিদ্ধ হন। সঙ্গীরা তাকে উদ্ধার করে বাড়ি আনার পথে পারভেজ মারা যান।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র স্থানীয় গোগা ক্যাম্পের সুবেদার শামসুর রহমান খবরটি নিশ্চিত করে জানান, এ হত্যার ঘটনায় বিএসএফকে অচিরেই তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে।