হেলিকপ্টারে তিন বন্দির পলায়ন
আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার কুইবেকে হেলিকপ্টার ব্যবহার করে তিন কয়েদি জেল ভেঙে পালিয়ে গেছেন। খবর বিবিসি’র।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় শনিবার রাত পৌনে আটটার দিকে (বাংলাদেশ সময় রবিবার সকাল পৌনে ছয়টায়)। কুইবেকের ওরসেইনভিলে বন্দি শিবির ভেঙে তারা পালিয়ে যান।
এরা হলেন-ইউভেস ডেনিস, ডেনিস লেফেবভর এবং সার্জ পমারলৌ।
স্থানীয় কর্মকর্তারা জানান, হেলিকপ্টারে চড়ে পশ্চিম দিকে পালিয়ে গেছেন তারা। এখন পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
গত বছর মন্ট্রিয়ালে দুই বন্দি হেলিকপ্টার থেকে ফেলা রশি বেয়ে পালিয়ে যায়। পরে অবশ্য তারা গ্রেপ্তার হন।
Posted in: আর্ন্তজাতিক