পরিবহনের জন্য প্রস্তুত ১,৪৫০টি গাড়ি
স্পোর্টস ডেস্কঃ ১২ জুন থেকে শুরু হচ্ছে খেলার জগতের সবচেয়ে বড় যজ্ঞ ফিফা বিশ্বকাপ ফুটবল। এ বছর ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বিশ্বকাপ। এতে ৩২টি দেশের ৭৩৬ জন খেলোয়াড় অংশ নিচ্ছে। সেই সঙ্গে রয়েছে দলগুলোর কোচ ও অন্যান্য কর্মকর্তারা। বিশ্বকাপের সব প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রস্তুতির মধ্যে রয়েছে দলগুলোর খেলোয়াড় ও অন্যান্য স্টাফদের পরিবহনের ব্যবস্থা। মসৃণভাবে এ কাজ সারার জন্য প্রস্তুত আছে ১ হাজার ৪৫০টি বাস। খবর ফিফা ডটকমের
ব্রাজিল বিশ্বকাপে ফিফার পরিবহন পার্টনার হচ্ছে হুন্দাই ও কিয়া। এ দুটি কোম্পানির তরফে যানগুলো গত ৪ জুন এরিনা দ্য সাও পাওলোতে এক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হুন্দাই মোটর কোম্পানি বিশ্বকাপের বিভিন্ন দলের জন্য বরাদ্দ এ যানগুলো কয়েকটি স্বতন্ত্র রং দিয়ে রাঙাবে। সেই সঙ্গে এগুলোতে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জাতীয় রং এবং পতাকার সঙ্গে বিভিন্ন স্লোগানও থাকবে। ‘বি দেয়ার উয়িথ হুন্দাই’ ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্বব্যাপী ফুটবল সমর্থকদের কাছ থেকে স্লোগানগুলো সংগ্রহ করা হয়েছে।