চোখ দান করার সিদ্ধান্ত শিল্পা শেঠির
বিনোদন ডেস্কঃ মৃত্যুর পর নিজের চোখ দান করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী-প্রযোজক শিল্পা শেঠি।
এক সূত্রের বরাত দিয়ে জি মিডিয়া ব্যুরো বলছে, সম্প্রতি ভারতের আহমেদনগর জেলার সোনাই গ্রামে গিয়েছিলেন শিল্পা। ওখানকার এক বিখ্যাত মন্দির শানি শিংগানাপুর দর্শনের পর এই সিদ্ধান্ত নেন তিনি।
চক্ষুদানের এই সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করে এসেছেন শিল্পা। ওখানকার এক এনজিও‘ইয়াশওয়ান্ত সামাজিক প্রতিষ্ঠান’-এর এক ফর্মও পূরণ করেছেন তিনি।
কিছুদিন আগে একই এনজিওর সঙ্গে চক্ষুদানের চুক্তি করেছেন শিল্পার ছোটবোন শামিতা শেঠিও।
‘শানি শিংগানাপুর’ মন্দিরে যাবার আগে স্বামী রাজ কুন্দ্রা এবং বাবা সুরেন্দ্র শেঠির সঙ্গে শিরডিতে গিয়ে সাঁই বাবার মন্দির দর্শন করেন শিল্পা।
হিন্দি সিনেমার তারকাদের মধ্যে চক্ষুদান করার এই বিষয়টি নতুন নয়। এর আগে অমিতাভ বচ্চন, আমির খান, জয়া বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং রানি মুখার্জি চক্ষুদান করার সিদ্ধান্ত নিয়েছেন।