৯০ নেতার অভিযোগ গঠনের শুনানি ১০ আগস্ট
নিজস্ব প্রতিবেদকঃ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পৃথক ৩টি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯০ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১০ আগস্ট। রবিবার ঢাকা মহানগর হাকিম মো. তারেক মইনুল ইসলাম ভূঁইয়া এ দিন ধার্য করেন।
আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, আমানউল্লাহ আমান ও হাবিবুর রশীদ হাবীবসহ ১৫ জন নেতাকর্মী আদালতে হাজিরা দেন। কিন্তু আদালতে অধিকাংশ নেতাকর্মী হাজির না হওয়ায় বিএনপির আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন এ দিন ধার্য করে।
প্রসঙ্গত, গত বছর হরতাল-অবরোধ চলাকালে পল্টন থানায় ২টি ও শাজাহানপুরে ১টি মামলা করা