সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
অনলাইন ডেস্কঃ সৌদি আরবের দাম্মাম শহরের জামরিইল এলাকায় সড়ক দুর্ঘটনায় হানিফ (৩৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শনিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হানিফ ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ভাসানচর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি সৌদি আরবে ট্যাক্সি চালাতেন।
নিহত হানিফের পারিবারিক সূত্রে জানা যায়, সৌদির দাম্মামের জামরাইল মহাসড়কে তার ট্যাক্সি নষ্ট হলে তা সারানোর জন্য রাস্তার পাশে পার্কিং করেন। ব্যাকডালা থেকে যন্ত্রপাতি বের করার সময় পেছন থেকে একটি লরি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
Posted in: বিশেষ সংবাদ