দুর্বৃত্তদের গুলিতে বিজেপি নেতা নিহত
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশে দুর্বৃত্তদের গুলিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা বিজয় পণ্ডিত নিহত হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। ৩৭ বছর বয়সী বিজয় জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট ও দাদরি নগর পঞ্চায়েত চেয়ারম্যান গীতা পণ্ডিতের স্বামী।
স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ব্রহ্মপুরিতে ভাইয়ের দোকান থেকে বাড়িতে ফিরছিলেন বিজয়। এ সময় পথে দু’টি মোটরসাইকেলে চার বন্দুকধারী তার গতিরোধ করে। এরপর বিজয়কে তারা কপাল, মুখ ও বুকে কয়েক রাউন্ড গুলি করে। নিরাপদে পালিয়ে যেতে ও বিজয়কে যাতে কেউ বাঁচাতে এগিয়ে না আসে সেজন্য কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে বন্দুকধারীরা। এতে ঘটনাস্থলেই বিজয় মারা যান।
স্থানীয় প্রশাসন জানিয়েছেন, দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে, এ ঘটনার জের ধরে স্থানীয় এলাকাবাসী থানার নিকটবর্তী সড়কে বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ ও বিক্ষোভ করে। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। সূত্র:এনডিটিভি