রাণা প্লাজার শ্রমিককে ধর্ষণ
মোঃ জাফর ইকবাল, ঢাকা : সাভারে রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিককে ধর্ষণ করা হয়েছে!সাহায্য দেয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়ে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি থানা পর্যন্ত গড়িয়েছে। আজ সকালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষিতাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে হয়েছে।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ওই শ্রমিকের অভিযোগের ভিত্তিতে ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার শাহাবুদ্দিন (৫৬) মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা এলাকার মৃত মালেকের ছেলে।
ওসি মোস্তফা কামাল জানান, রানা প্লাজার সপ্তম তলার নিউ ওয়েভ স্টাইল লিমিটেড কারখানায় কাজ করতো মেয়েটি। রানা প্লাজা ধসের পর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সাহায্য সহযোগিতাও পেয়েছে।
ধসের পর ওই শ্রমিক সাভারে তার এক স্বজনের বাসায় থাকতেন।
ওসি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তাকে মোবাইলে ফোন করে শাহাবুদ্দিন জানায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদেরকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে। এ খবর শুনে তাৎক্ষণিকভাবে শাহাবুদ্দিনের দেয়া ঠিকানায় যায়।
“শাহাবুদ্দিন সাহায্য দেয়ার প্রলোভন দেখিয়ে তার ভাড়া নেয়া ব্যাংকলোনি মহল্লায় আমীর উদ্দিন হাজির বাড়িতে নিয়ে যায় তাকে। সেখানে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করে শুক্রবার ভোরে বের করে দেয়।”
পরে বিষটি স্বজনদের জানালে শুক্রবার রাতেই সাভার মডেল থানায় একটি ধর্ষণের মামলা (নং-১২) দায়ের করা হয়। পুলিশ রাতেই ধর্ষক শাহাবুদ্দিনকে গ্রেপ্তারর করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
মামলাটির তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন শেখ বলেন, ওই শ্রমিককে ডাক্তারি পরীক্ষার জন্য সকালে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।