রাজধানীর আটটি প্রবেশ মুখে চেকপোস্ট বসাবে ডিএমপি
এই দেশ এই সময়,ঢাকাঃ ফরমালিন ও কার্বাইডযুক্ত খাদ্য বাজারজাত নিয়ন্ত্রণে আগামী বুধবার থেকে রাজধানীর আটটি প্রবেশ মুখে চেকপোস্ট বসাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমমি)।
যেসব স্থানে চেকপোস্ট বসানো হবে সেগুলো হলো- পোস্তগলা ব্রিজ, যাত্রাবাড়ী থানা এলাকার সাইনবোর্ড, ডেমরার সুলতানা কামাল ব্রিজের পশ্চিম পাশে ডেমরা চৌরাস্তা, বাবুবাজার ব্রিজ, সদরঘাটের ওয়াইজঘাট, গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে, টঙ্গীর আবদুল্লাহপুর ব্রিজ, তুরাগ থানার ধউড় ব্রিজ।
ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হবে।
এ বিষয়ে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।