পানির স্রোতে ভেসে গেল ২৪ শিক্ষার্থী
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল রাজ্যে ভ্রমণ করতে গিয়ে বিয়াস নদীতে ভেসে গেছেন হায়দারবাদের একটি প্রকৌশল কলেজের ২৪ জন শিক্ষার্থী। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে বাকিরা এখনও নিখোঁজ বলে জানিয়েছে স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষ।সংবাদ মাধ্যমগুলো জানায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে মান্দি থেকে ৪০ কিলোমিটার দূরে মানালি-কিরাটপুর মহাসড়কের কাছে নদীর তীরে দাঁড়িয়ে ফটোসেশন করছিলেন ওই শিক্ষার্থীরা। এসময় উজানের দিকের লরজি পানিবিদ্যুৎ প্রকল্প থেকে পানি ছেড়ে দেয়া হলে তীব্র স্রোতে নদীতে তলিয়ে যান ২৪ জন শিক্ষার্থী।শিক্ষার্থীরা জানান, ভ্রমণকারী দলটিতে ৪৬ জন ছিলেন। বিদ্যুৎ প্রকল্প থেকে পানি ছেড়ে দেয়ার পর অস্বাভাবিক মাত্রায় নদীর পানি বাড়তে থাকলে ২২ জন উপরে উঠতে পারলেও বাকিরা তলিয়ে যান।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে হায়দাবাদের ‘ভিএনআর ভিগন্যান জ্যাঠি ইঞ্জিনিয়ারিং কলেজ’র ওই শিক্ষার্থীদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে কর্তৃপক্ষ।প্রত্যক্ষদর্শীরা জানান, পানির স্রোতে ভেসে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছয় জন ছিলেন ছাত্রী আর বাকিরা ছিলেন ছাত্র। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ। তবে রোববার রাত হয়ে যাওয়ায় আর উদ্ধারকাজ অব্যাহত রাখা হয়নি।অবশ্য, সোমবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নির্দেশে ঘটনাস্থলে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর দু’টি দল পাঠানো হয়েছে।