শিরোপা জিতলেন রাফায়েল নাদাল
স্পোর্টস ডেস্কঃ নোভাক জকোভিচকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের নবম শিরোপা জিতলেন রাফায়েল নাদাল। ফাইনালে জকোভিচকে ৩-৬, ৫-৭, ২-৬, ৬-৪ গেমে হারান তিনি।প্রথম সেটে জকোভিচ নাদালের চেয়ে কিছুটা আগ্রাসী ছিলেন। ৬-৩ গেমে জিতে শুরু করেন তিনি। দ্বিতীয় সেটে প্রতিদ্বন্দ্বিতা করে ঘুরে দাঁড়ান নাদাল। সেট জিতলেন ৭-৫ গেমে। এরপর ৬-২ গেমে সেট জিতে শিরোপার দিকে এগিয়ে যান তিনি। পরের সেটে ৬-৪ গেমে সেট জিতে জয় নিশ্চিত করেন নাদাল।এটি ২৮ বছর বয়সী নাদালের নবম ফ্রেঞ্চ ওপেনের শিরোপা। জিতলেন ১৪ টি গ্র্যান্ড স্লাম শিরোপা। ১৭ টি গ্র্যান্ড স্লাম নিয়ে তার সামনে রয়েছেন রজার ফেদেরার।
Posted in: খেলা