বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » সাত খুনের সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতাঃরিজভী

সাত খুনের সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতাঃরিজভী 

rizvi

এই দেশ এই সময়,ঢাকাঃ নারায়ণগঞ্জের সাত খুনের সঙ্গে জড়িত সন্দেহভাজন কর্ণেল জিয়াউল হাসানসহ সবাইকে গ্রেফতারের দাবি করেছে বিএনপি।

rizviসোমবার সকালে বিএনপির নয়া পল্টন কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের সঙ্গে যারা জড়িত ও যারা নির্দেশদাতা তাদের এখনও গ্রেফতার না করা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ছাড়া আর কিছুই নয়। ইচ্ছে করেই এই ঘটনায় মূল পরিকল্পনাকারিদের ধরা হচ্ছে না।

তিনি বলেন, সাত খুনের সঙ্গে জড়িত স্থানীয় আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা। আমরা তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। আর তবেই এই ঘটনার মূল সত্য বের হয়ে আসবে।তিনি বলেন, ইতোমধ্যে মেজর আরিফ ও এম এম রানাকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে যাদের নাম উঠে এসেছে আমরা তাদেরকেও গ্রেফতারের দাবি করছি।

তিনি বলেন, সোমবার নাটোর ও নারায়ণগঞ্জের দুই উপজেলায় নির্বচন হচ্ছে। এ দুই উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর বাসায় রোববার রাতে ভাঙচুর চালানো হয়েছে ও হুমকি দেওয়া হয়েছে। যা অতি নেক্কারজনক ব্যাপার।এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ও সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone