বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » বস হয়ে গেল শাহরুখ পুত্র আবরাম

বস হয়ে গেল শাহরুখ পুত্র আবরাম 

dosharuk

বিনোদন ডেস্কঃ  শাহরুখের ছেলে পৃথিবীর আলো দেখার পরই গত বছর ‘চেন্নাই এক্সপ্রেস’ ২০০ কোটি রুপির ব্যবসা করেছিল, তার দল কলকাতা নাইট রাইডার্সও dosharukআইপিএলের সপ্তম আসরে শিরোপা জিতেছে, পৃথিবীর ধনী তারকাদের তালিকায় টম ক্রুজ ও জনি ডেপের ওপরে স্থান পান তিনি। তাই তাকে আলাদাভাবে বুকের মাঝে আগলে রাখেন শাহরুখ খান। কনিষ্ঠ পুত্র আবরামকে পেয়ে জীবনে একের পর এক সাফল্য ধরা দিচ্ছে কিং খানের হাতের মুঠোয়। ছোট ছেলেকে সামনে পেলেই যেন সব ভুলে যান ৪৮ বছর বয়সী এই সুপারস্টার।

  1. ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির কাজও আবরামের জন্য থামিয়ে দিলেন শাহরুখ। ছবিটির শুটিং স্পটে আবরাম আসতেই থেমে যায় শাহরুখ তো বটেই, থেমে যায় পুরো ইউনিটের সব কাজ। সবাই মেতে ওঠে আবরামকে আদর করার জন্য।

আবরামের জনপ্রিয়তা দেখে পরিচালক ফারাহ খানের মুখ থেকে আপনাআপনি বেরিয়ে আসে ‘প্যাকআপ।’ এরপর শাহরুখ বলেন, ‘আমার ছেলে বলে কথা। স্পটে এসেই সবার বস হয়ে গেল!’

‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির শাহরুখের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘হ্যাপি নিউ ইয়ার’। এটি মুক্তি আগামী ২৩ অক্টোবর।

শাহরুখ ও গৌরি দম্পতির সংসার আলো করেছে আরেক পুত্রসন্তান আরিয়ান ও কন্যাসন্তান সুহনা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone