বস হয়ে গেল শাহরুখ পুত্র আবরাম
বিনোদন ডেস্কঃ শাহরুখের ছেলে পৃথিবীর আলো দেখার পরই গত বছর ‘চেন্নাই এক্সপ্রেস’ ২০০ কোটি রুপির ব্যবসা করেছিল, তার দল কলকাতা নাইট রাইডার্সও আইপিএলের সপ্তম আসরে শিরোপা জিতেছে, পৃথিবীর ধনী তারকাদের তালিকায় টম ক্রুজ ও জনি ডেপের ওপরে স্থান পান তিনি। তাই তাকে আলাদাভাবে বুকের মাঝে আগলে রাখেন শাহরুখ খান। কনিষ্ঠ পুত্র আবরামকে পেয়ে জীবনে একের পর এক সাফল্য ধরা দিচ্ছে কিং খানের হাতের মুঠোয়। ছোট ছেলেকে সামনে পেলেই যেন সব ভুলে যান ৪৮ বছর বয়সী এই সুপারস্টার।
- ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির কাজও আবরামের জন্য থামিয়ে দিলেন শাহরুখ। ছবিটির শুটিং স্পটে আবরাম আসতেই থেমে যায় শাহরুখ তো বটেই, থেমে যায় পুরো ইউনিটের সব কাজ। সবাই মেতে ওঠে আবরামকে আদর করার জন্য।
আবরামের জনপ্রিয়তা দেখে পরিচালক ফারাহ খানের মুখ থেকে আপনাআপনি বেরিয়ে আসে ‘প্যাকআপ।’ এরপর শাহরুখ বলেন, ‘আমার ছেলে বলে কথা। স্পটে এসেই সবার বস হয়ে গেল!’
‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির শাহরুখের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘হ্যাপি নিউ ইয়ার’। এটি মুক্তি আগামী ২৩ অক্টোবর।
শাহরুখ ও গৌরি দম্পতির সংসার আলো করেছে আরেক পুত্রসন্তান আরিয়ান ও কন্যাসন্তান সুহনা।