পাড়ি জমালেন সবচেয়ে বয়স্ক পুরুষ
অনলাইন ডেস্কঃ ওপারে পাড়ি জমালেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ। রোববার স্থানীয় সময় সকাল ৯টা ০৩ মিনিটে বার্ধক্যের কারণে পরলোকে যান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এ বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১১ বছর। বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে আন্তর্জাতিক সনদ ছিল আলেক্সান্ডার ইমিচ নামে এই ব্যক্তির।
ইমিচের বন্ধু মাইকেল ম্যানিওন ও ট্রিশ কোর্বেট জানান, মৃত্যুর সময় স্বাভাবিক ছিলেন তিনি।
গত এপ্রিলেই এ গ্রহের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে তাকে সনদ দেয় ক্যালিফোর্নিয়ার ‘গেরোনটোলজি রিসার্চ গ্রুপ অব টোরেন্স’।
১৯০৩ সালের ৪ ফেব্রুয়ারি পোল্যান্ডে জন্মগ্রহণ করেন ইমিচ। ১৯৩৯ সালে নাৎসি আগ্রাসনের পর স্ত্রীকে নিয়ে তিনি দেশত্যাগ করেন। এরপর ১৯৫০ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে নিউইয়র্কে বসবাস শুরু করেন তিনি। ১৯৮৬ সালে ইমিচের স্ত্রী মারা যান।