ফরমালিন ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকারঃতোফায়েল আহমেদ
মোঃ জাফর ইকবাল, ঢাকা : নিষেধজ্ঞা থাকা সত্ত্বেও কোনোভাবেই ফল, মাছ ও শাক-সব্জি থেকে ফরমালিন ব্যবহার বন্ধ করা যাচ্ছে না। আইন প্রয়োগকারী সংস্থার কোনো নিষেধজ্ঞাই শুনছে না ব্যবসায়ীরা। এসব কারণে সরকার ফরমালিন ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থা নিতে যাচ্ছে। ফরমালিন ব্যবহার বন্ধে সরকার আইন প্রণয়ন করতে যাচ্ছে। শিগগিরই এই আইনের খসড়া তৈরি করে মন্ত্রিসভায় উত্থাপন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ফরমালিন থেকে দেশের মানুষকে রক্ষা করতে এ বিষয়ে আইন প্রণয়ন করে মন্ত্রিসভায় উত্থাপন করার পর তা শিগগিরই জাতীয় সংসদে পাশ করা হবে। এই আইনে কঠিন শাস্তির বিধান রাখা হবে বলেও জানান তিনি। দেশে গত ৫ বছর ধরে ফরমালিনের অবৈধ ব্যবহার ব্যাপক আকারে বেড়েছে হয়েছে। সারা দেশে আম, লিচু, কাঠাল, কলা, সকল প্রকার মাছ, মাংশ ও শাক-সব্জিতে ব্যাপক হারে ফরমালিনের ব্যবহার করছে ব্যবসায়ীরা। সরকার এর ব্যবহারের বিরুদ্ধে নানা ধরনের উদ্যোগ নিলেও কোনো ফল মিলছে না।