তদন্ত কমিটিতে সৌরভ
স্পোর্টস ডেস্কঃ ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি আইপিএলের ম্যাচ কেলেঙ্কারির ঘটনায় গঠিত কমিটিতে যোগ দিতে রাজি হয়েছেন।
গত ৩০ এপ্রিল প্রথম সৌরভের মুদগল কমিটিতে যোগ দেওয়ার সম্ভাবনার খবর জানা যায়। শনি ও রবিবার কমিটির বৈঠকের পর বিচারপতি মুদগল জানিয়ে দেন, সৌরভ দায়িত্ব নিতে রাজি হয়েছেন।
গত ১৬ মে ভারতের সর্বোচ্চ আদালত বিচারপতি মুদগলকে স্পট ফিক্সিং কেলেঙ্কারির তদন্তভার নেওয়ার নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে পরামর্শ দিয়েছিল স্বচ্ছ ভাবমূর্তির কোনও প্রাক্তন ক্রিকেটারের সাহায্য নেওয়ার। বিচারপতি মুদগলের পছন্দ ছিলেন মূলত দুই জন- মোহিন্দর অমরনাথ এবং সৌরভ। তবে সৌরভ যেহেতু ২০১২ পর্যন্ত আইপিএলে খেলেছেন এবং ধারাভাষ্য ও নিয়মিত কলাম লেখার সুবাদে সমসাময়িক ক্রিকেটের সঙ্গে তার যোগাযোগ অটুট, তাই ৪১ বছর বয়সি তারকাকেই শেষ পর্যন্ত বেছে নেন মুদগল। রবিবার বিকালে সৌরভকে ফোন করে কমিটিতে যোগ দেওয়ার প্রস্তাব দেন তিনি। সৌরভও এই প্রস্তাবে ‘না’ করতে পারেননি।
Posted in: খেলা