বিএনপির ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন
নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১২ আগস্ট। ঢাকা মহানগর হাকিম আতাউল হক মঙ্গলবার সকাল সোয়া ১০টায় অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য করেন।আদালতে আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ ২০ জন উপস্থিত ছিলেন।
অন্যদিকে মামলার আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা উপস্থিত না হওয়ায় আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতের কাছে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০১২ সালের ২৯ জুন হরতাল অবরোধ চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তেজগাঁও থানা পুলিশ এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে।