নগ্নতায় দোষের কিছু নেই
বিনোদন ডেস্কঃ সম্প্রতি একটি ছবিতে নিজের নগ্নতার সমালোচনার জবাব দিতে গিয়ে মার্কিন অভিনেত্রী শেলিন উডলে বলেছেন, নগ্ন হয়ে সিনেমায় অভিনয় দোষের কিছু না।তিনি বলেছেন, নগ্নতাতে দোষের কি আছে, বাস্তবেও তো নগ্ন হয়েই দাম্পত্য জীবন সম্পন্ন করতে হয়।ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ‘হোয়াইট বার্ড ইন আ ব্লিজার্ড’ সিনেমার একটি দৃশ্য বিতর্কের জন্ম দিয়েছে। ওই সিনেমায় একটি যৌন দৃশ্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।মার্কিন এই অভিনেত্রীর সম্পূর্ণ নগ্ন অবস্থায় একটি দৃশ্যের নিন্দায় অনেকেই সরব হয়েছেন। কিন্তু সমালোচকদের কোন রকমের পাত্তা দিতে নারাজ এই তারকা অভিনেত্রী।প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক ম্যাগাজিনে সাক্ষাৎকার দিতে গিয়ে ২২ বছরের হলিউড ডিভা বলেছেন, ওই দৃশ্যে সত্যিটাকেই পর্দায় আনা হয়েছে। তাই এ নিয়ে এত হইচইয়ের কী কারণ তা তিনি বুঝে উঠতে পারছেন না।এবিপি আনন্দ’র প্রতিবেদনে বলা হয়েছে, ‘হোয়াইট বার্ড ইন আ ব্লিজার্ড’ সিনেমায় এক কিশোরীর জীবনকে তুলে ধরা হয়েছে। মা নিখোঁজ হওয়ার পর তার জীবনটা কীভাবে এলোমেলো হয়ে গেল, তারই ভিত্তিতে গড়ে উঠেছে এই সিনেমার কাহিনী