মোদিকে চিঠি দিলেন নওয়াজ শরিফ
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠককে সফল আখ্যা দিয়ে মোদির কাছে চিঠি পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷গত সপ্তাহের শেষের দিকেপ্রধানমন্ত্রীর দপ্তরে এসে পৌঁছনো চিঠিতে বৈঠকের ব্যাপারে সন্তোষ প্রকাশকরেছেন পাক প্রধানমন্ত্রী৷দুদেশের মধ্যে ঝুলে থাকা ইস্যুগুলোর ব্যাপারে সৌহার্দ্যের সাথে কাজ করার অঙ্গীকারও করেছেন তিনি।চিঠিতে শরিফ লিখেছেন, “দ্বিপাক্ষিক ওআঞ্চলিক স্বার্থে আমাদের বৈঠক যথেষ্টই ফলপ্রসূ ছিল৷দু’দেশের সম্পর্কেরস্বার্থে আমি একসঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি৷ আশাকরি আমাদের এই উদ্যোগভবিষ্যতে আরও ফলদায়ক হবে৷”
Posted in: আর্ন্তজাতিক