মালয়েশিয়ার যাত্রীবাহী জাহাজে গুলি,নিহত ৫
কক্সবাজার প্রতিনিধিঃ অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাবার পথে সেন্টমার্টিনে মিয়ানমার সীমান্তে যাত্রীবাহী জাহাজে গুলিতে ৫ বাংলাদেশি নিহত হয়েছেন।
১৭ দিন আগে থাইল্যান্ডের একটি জাহাজে করে এই বাংলাদেশি নাগরিকরা থাইল্যান্ডের একটি জাহাজে করে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে বলে জানা যায়।
এদিকে টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার হারুনুর রশিদ জানান, সেন্টমার্টিনের কাছে এমন একটি ঘটনার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। এদিকে, সেন্টমার্টিন কোস্টগার্ডের কমান্ডার শহীদ আল আহসানও এমন একটি সংবাদ পেয়েছেন বলে উল্লেখ করেছেন।
Posted in: জাতীয়