বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বিশ্বকাপ ফাইনালে নেইমারকে চান মেসি

বিশ্বকাপ ফাইনালে নেইমারকে চান মেসি 

mesi

স্পোর্টস ডেস্কঃ  বিশ্বকাপ ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলের জার্সি গায়ে নেইমারকে চাইছেন লিওনেল মেসি৷ কাপ যুদ্ধ শুরুর ঠিক চব্বিশ ঘণ্টা আগে এক সাক্ষাৎরে mesiমেসি জানাচ্ছেন, বার্সেলোনার টিমমেট নেইমারকে হলুদ-সবুজ জার্সিতে ফাইনালে পেলে তিনি খুশি হবেন৷ আর্জেন্টিনা অধিনায়কের কথায়, ‘আমার পছন্দের কথা যদি বলেন, তা হলে বলব, বিশ্বকাপ ফাইনালে প্রতিপক্ষকে হিসেবে চাই ব্রাজিলকে৷ চাই, ফাইনালে আমাদের উল্টো দিকে খেলুক নেইমার৷ যদি তা না হয়, যেকোনো টিম হলেই চলবে৷’
মাত্র এক দিন আগে পা দিয়েছেন ব্রাজিলে৷ ১৫ জুন, রবিবার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ৷ তার জন্য আলেখান্দ্রো সাবেইসার টিমের চলছে চূড়ান্ত প্রস্ত্ততি৷ বেলো হরিজন্তে এখন প্রবল ভাবে মেসিতে আচ্ছন্ন৷ হোটেল থেকে শুরু করে প্র্যাক্টিস, সুপারস্টার ফুটবলারকে দেখার জন্য ব্যাপক উন্মাদনা৷ বেলো হরিজন্তেতে যে হোটেলে রয়েছে টিম আর্জেন্টিনা, সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তা৷ সের্খেই আগুয়েরোর সঙ্গে একই রুমে রয়েছেন মেসি৷ ব্রাজিলের জনতা যতই তাকে দেখার জন্য হামলে পড়ুক, লিও মেসি ভীষণ ভাবে ফোকাসড৷ কাপ জিততে মরিয়া৷ দেশীয় সাংবাদিকদের এক সাক্ষাৎকারে নীল-সাদা জার্সির অধিনায়ক বলেই দিয়েছেন, ‘বিশ্বকাপের ফাইনাল খেলাটা আমার অনেক দিনের স্বপ্ন৷ এ বার যে ভাবে টিম তৈরি হয়েছে, তাতে মনে হচ্ছে আমরা বিশ্বকাপ ফাইনালটা খেলব৷’ দু’বার বিশ্বকাপ খেললেও ট্রফি পাওয়া দূরের কথা, মেসির পারফমরম্যান্সও তেমন ছিল না৷ যা মাথায় রাখছেন মেসি৷ ‘আগের দুটো বিশ্বকাপে অনেক ভুল করেছি৷ এবার আর সেই ভুলগুলো করতে চাইছি না৷’
১৫ জুন, রোববার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ, বসনিয়া-হার্জেগোভিনার বিরুদ্ধে৷ তার আগে নিজেদের তৈরি করে নিচ্ছেন মেসি৷ দিয়েগো ম্যারাডোনা থেকে শুরু করে জেভিয়ার জানেত্তি, সকলেই এক বাক্যে বলছেন, ব্রাজিলে বিশ্বকাপ জেতার প্রবল সম্ভাবনা আর্জেন্টিনার৷
এই নিয়ে তিন নম্বর বিশ্বকাপ খেলবেন মেসি৷ প্রথম বার জার্মানিতে কিছুই করতে পারেননি৷ আর্জেন্টিনা ছিটকে যায়৷ দ্বিতীয় বার ব্যর্থ মেসি৷ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে মারাদোনার কোচিংয়ে একটাও গোল করতে পারেননি মেসি৷ যার পর প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি৷ আর তাই ব্রাজিলকেই স্বপ্নপূরণের জন্য বেছে নিচ্ছেন আর্জেন্টিনা অধিনায়ক৷ জার্মানিতে প্রথম বিশ্বকাপটা কেমন ছিল তার কাছে? ‘খুব ভালো অভিজ্ঞতা৷’ দক্ষিণ আফ্রিকায় পরের বিশ্বকাপে মারাদোনার কোচিংয়ে খেলেছিলেন মেসি৷ নিজে গোল পাননি৷ আর্জেন্টিনাও দ্রুত বিদায় নিয়েছিল বিশ্বকাপ থেকে৷ মারাদোনার কোচিংয়ে খেলা এখনও মনে রেখেছেন মেসি৷ ‘ম্যারাডোনার সঙ্গে আমার বোঝাপড়া যথেষ্ট ভালো ছিল৷ কিন্ত্ত টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর আমার সঙ্গে যা করা হয়েছিল, তা মোটেও ঠিক ছিল না৷ অনেকেই বলেছিল, টিমের হারে নাকি আমি দুঃখ পাইনি৷ একেবারে মিথ্যে কথা৷’ একই সঙ্গে জুড়ে দিয়েছেন, ‘টিম হারলে কোচকে দোষ দেওয়া সহজ৷ কারণ কোচ একা হন৷ মারাদোনার ক্ষেত্রেও তাই হয়েছিল৷ কিন্ত্ত আমি বলছি, টিম হারলে প্লেয়ারই দায়ী৷’
অতীত ভুলে ব্রাজিল বিশ্বকাপে নেমে পড়তে চাইছেন মেসি৷ আর মাঠে নেমে পড়লে জেতা ছাড়া আর কিছুই মনে থাকে না তার৷ যা নিয়ে আর্জেন্টিনা অধিনায়ক বলেছেন, ‘বাড়িতে যে ভাবে থাকি, সেটা এক রকম৷ আর মাঠে সম্পূর্ণ বদলে যাই আমি৷ এক বার মাঠে নেমে পড়লে শুধুই ম্যাচটার কথা ভাবি৷ মাথায় ঘোরে কী ভাবে জেতা যায়৷ মাথায় ঘোরে, ম্যাচটাকে জয়ে বদলাতে হলে কী ভাবে লড়াই করা উচিত৷’ – ওয়েবসাইট।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone