আলোর ঝলকানিতে বিশ্বকাপের পর্দা উঠছে আজ
স্পোর্টস ডেস্কঃ অবশেষে অপেক্ষার পালা শেষ। আজ বৃহস্পতিবার মধ্যরাতে পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ’ নামে খ্যাত বিশ্বকাপ ফুটবলের। চার বছর ধরে ফুটবলপ্রেমীরা প্রতীক্ষায় থাকে এ সময়ের জন্য। স্থানীয় সময় রাত ১২টায় ব্রাজিলের “সাও পাওলোর করিন্তিয়ান্স অ্যারেনা স্টেডিয়ামে” আলোর ঝলকানিতে ঝলকে উঠবে বিশ্ববাসী।
৩২ দলের এই মহারণে ব্রাজিলের সাও পাওলোতে বৃহস্পতিবার রাত ২টায় স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া। মাঠের লড়াই শুরুর আগে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে চমক। আধুনিক বিজ্ঞানের তাক লাগানো উদ্ভাবনী প্রদর্শনী, ব্রাজিলের ঐতিহ্য, নাচ-গান আর ফুটবলকে ঘিরে থাকছে নানা আয়োজন। মোট কথা জমকালো আয়োজন দিয়েই শুরু হতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ আসর
ইতোমধ্যে আয়োজক দেশ উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে। স্টেডিয়ামে উপস্থিত ৬৫ হাজার দর্শক ও টিভির পর্দায় চোখ রাখা কোটি কোটি মানুষকে হতাশ করবে না বলেই বিশ্বাস আয়োজকদের
এবারের বিশ্বকাপের অফিশিয়াল থিম সঙ ‘ওলে ওলা’ বা ‘উই আর ওয়ান’ যেন বলছে একতার কথা, যুথবদ্ধতার কথা।
অত্যাধুনিক রোবোটিক এক্সোলেটন বা ধাতব বহিঃপোশাক পরে বিশ্বকাপের উদ্বোধন হবে একজন পক্ষাঘাতগ্রস্ত মানুষের হাতেই। এরপরই নৃত্য আর সংগীতের মাধ্যমে ব্রাজিলের ঐতিহ্য-সংস্কৃতির প্রতিফলন ঘটাবেন শিল্পীরা। সবশেষে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘ওলে ওলা’ পরিবেশন করবেন পিটবুল, ক্লদিয়া লেইতে ও ব্রাজিলের জনপ্রিয় ব্যান্ড ওলোডাম।
এবারের বিশ্বকাপে ফেভারিটদের মধ্যে স্বাগতিক ব্রাজিল, জার্মানি, স্পেন ও আর্জেন্টিনার নাম ফুটবল বোদ্ধাদের মুখে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। স্বাগতিক হিসেবে স্বাভাবিকভাবেই সুবিধা পাবে ব্রাজিল, ইউরোপিয়ান পর্যায়ের ফুটবলে সাম্প্রতিক সাফল্যের কারণে জার্মানিকে এগিয়ে রাখছেন অনেকে, গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন প্রতিটি বিশ্বকাপেই ফেভারিট দলগুলোর মধ্যে প্রথমদিকে থাকে আর মেসি, ডি মারিয়া, আগুয়েরোকে নিয়ে গড়া আক্রমন ভাগের কারণে আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন অনেকে। ফেভারিটদের তালিকায় আছে ইংল্যান্ড, ফ্রান্স, ইতালিও। আবার নেদারল্যান্ড, উরুগুয়ে কিংবা পর্তুগালের মতো দলগুলোও দেখাতে পারে বড় চমক
বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশেও উন্মাদনার শেষ নেই। ফুটবলপ্রেমীদের নিজেদের বাড়ির ছাদ, গাড়ির বনেট কিংবা ঘরের বারান্দা, সর্বত্র শোভা পাচ্ছে প্রিয় দলের পতাকা। স্কুল-কলেজ, চায়ের দোকান, অফিস-আদালত সর্বত্রই বিশ্বকাপকে ঘিরে চলছে নানা মুখরোচক আলোচনা। সংবাদপত্রগুলো বিশ্বকাপকে ঘিরে প্রকাশ করছে বিশেষ প্রতিবেদন, ক্রোড়পত্র। সবমিলিয়ে নানা উৎসাহ-উদ্দীপনা ও উত্তেজনায় ভরা ফুটবল বিশ্বকাপ বিশ্ববাসীকে উপহার দেবে নতুন কিছু।
Posted in: খেলা