বিশ্বকাপে পারফর্ম করবেন জেনিফার লোপেজ
স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের আগে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন পপ স্টার জেনিফার লোপেজ। সরকারীভাবে জানিয়েদিল ফিফা। মঙ্গলবারই এই অনুষ্ঠানে পারফর্ম না করার কথা জানিয়েছিলেন এই পপ স্টার।
জল্পনার অবসান। বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন পপ স্টার জেনিফার লোপেজ। জানিয়ে দিল ফিফা। মঙ্গলবারই উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম না করার কথা জানিয়েছিলেন এই পপ স্টার।
র্যাপার পিটবুলও ব্রাজিলিয়ান গায়িকা ক্লডিয়া লেটির সঙ্গে বিশ্বকাপের অফিসিয়্যাল টিম সং উই আর ওয়ান গেয়েছেন জেনিফার। তবে সেই গান নিয়ে বিতর্ক হয় পরবর্তী সময়। সেই কারণেই কি সরে দাঁড়াতে চেয়েছিলেন জেনিফার, প্রশ্ন উঠতে শুরু করে। জল্পনা উড়িয়ে ফিফা সরকারীভাবে জানিয়ে দিল বহস্পতিবার পারফর্ম করবেন এই পপ তারকা। সাও পাওলোয় জমকালো অনুষ্ঠানে সবার নজর থাকবে জেনিফার লোপেজের দিকেই।
এদিকে, সাও পাওলোয় বিশ্বকাপ শুরুর আগে উঠে যাচ্ছে পরবিহণ কর্মীদের ধর্মঘটও। বিভিন্ন দাবিদাবি আদায়ের জন্য সাবওয়ে শ্রমিকরা যে কর্মবিরতির ডাক দিয়ে ছিলেন সেটাও উঠে যাবে বলে শোনা যাচ্ছে।
Posted in: খেলা