বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » মমতার প্রশংসায় মোদি

মমতার প্রশংসায় মোদি 

mamata-modi

আন্তর্জাতিক ডেস্কঃ  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে তার ভাষণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন ।বুধবার মমতাকে ‘বোনmamata-modi’ সম্বোধন করে মোদি বলেন,‘পশ্চিমবঙ্গকে ৩৫ বছরের অপশাসন থেকে বের করে আনার চেষ্টা করছেন মমতা। তার এই লড়াইকে আমি সম্মান করি।’এ দিন মোদির বক্তব্যে স্পষ্ট হয় যে, কেন্দ্রে সরকারে চালাতে এখনও তৃণমূলের কাছ থেকে সমর্থন আদায়ের চেষ্টায় কোনো কমতি করছেন না তিনি।পশ্চিমবঙ্গের রাজ্যসভায় ভারত-বাংলাদেশের মধ্যকার তিস্তা চুক্তি ও ছিটমহল বিনিময়সহ কোনো বিল পাশ করাতে হলে যে আঞ্চলিক দলগুলোর যে সমর্থন প্রয়োজন, তা জেনেই মোদি আঞ্চলিক দলগুলোর মন পেতে চাইছেন বলে মনে করছেন রাজনৈতিক মহল।যদিও মোদির ‘বোন’ ডাকে মমতার গোঁসা কমবে কি না, সেটাই এখন দেখার বিষয়। মমতার পাশাপাশি এ দিন জয়ললিতারও প্রশংসা করেন মোদি।লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে মোদি আরও বললেন, ‘রাজ্যটির উন্নয়নে মমতা বোহেন কঠোর পরিশ্রম করছেন।’রাষ্ট্রপতির বক্তৃতার জবাবি ভাষণ দিতে গিয়ে এ দিন প্রধানমন্ত্রী বলেন, ছোট্ট রাজ্য সিকিম পরিবেশ সংরক্ষণে খুব ভালো কাজ করছে। সিকিম সরকার সেখানকার কৃষকদের জৈব পদ্ধতিতে চাষ করতে শিখিয়েছে। বৃষ্টির পানি ধরে রেখে কীভাবে তাকে কাজে লাগাতে হয়, দেখিয়েছে তামিলনাড়ু।পশ্চিমবঙ্গে ৩৫ বছরে বামফ্রন্টের শাসন সময়ে যে দুর্দশা হয়েছিল সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে চলেছেন।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone