ফেসবুকে নয়া অ্যাপ
প্রযুক্তি ডেস্কঃ ফেসবুক মেসেজে আর শুধু লেখা বা ছবিই নয়। আপনার বন্ধুকে পাঠাতে পারবেন ভিডিও। ফেসবুক এবার নিয়ে এল নয়া এক মেসেজিং অ্যাপ৷ এই অ্যাপে থাকছে ভিডিও মেসেজ পাঠানোর সুবিধাও৷ এই বিশেষ অ্যাপেটির নাম স্লিং শট৷ এতে ছবি ও ভিডিও আদান-প্রদানের পাশাপাশি অন্যান্য সুবিধাও দেওয়া হবে বলে জানা গিয়েছে৷এর আগেও এই ধরনের অ্যাপ তৈরির কাজ করছিল ফেসবুক৷ চলতি মাসেই ফেসবুক ব্যবহারকারীদের জন্য এই অ্যাপ ছাড়া হবে বলে জানা গিয়েছে৷ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে এই অ্যাপটি নিয়ে তারা যথেষ্ট উত্তেজিত ও আশাবাদী৷ তবে পুরোপুরিভাবে ফেসবুক ব্যবহারকারীদের জন্য এই অ্যাপ চালু হওয়ার আগেই ভুলবশত এই নতুন অ্যাপটি বাজারে ছড়িয়ে যায়৷ বিষয়টি স্বীকার করেছে ফেসবুক কর্তৃপক্ষ।এক বিশেষ বিবৃতিতে তারা জানিয়েছে, কোনওভাবে ভুলবশত স্লিং শট অ্যাপের একটি সংস্করণ বাজারে উন্মুক্ত হয়ে পড়েছিল৷ তবে কি ভাবে এটি হয়েছিল সেটি খতিয়ে দেখছে ফেসবুক কর্তৃপক্ষ৷- ওয়েবসাইট।