গঙ্গায় থুতু ফেললে ৩ বছরের জেল
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে ক্ষমতায় আসার পরই ‘পবিত্র নদী’ গঙ্গা দূষণমুক্ত করার সংকল্প কাঁধে তুলে নিয়েছে নরেন্দ্র মোদি সরকার। বিভিন্নভাবে গঙ্গার পানি পরিষ্কার রাখার জন্য নেয়া হচ্ছে বিভিন্ন পরিকল্পনা। তারই অংশ হিসেবে এবার গঙ্গায় থুতু বা অন্য কোনো বর্জ্য পদার্থ ফেলার শাস্তি স্বরূপ তিন বছরের কারাবাস বা ১০ হাজার টাকা জরিমানা ঘোষণা করেছে দেশটির সরকার।
গত সপ্তাহে কেন্দ্রীয় পানিসম্পদ উন্নয়ন মন্ত্রী উমা ভারতী বলেন, ‘যখনই প্রয়োজন হবে গঙ্গা পরিষ্কার রাখার তাগিদে আমারা নতুন ভাবনা, পরিকল্পনা নিয়ে আসব। গঙ্গা আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। তবে এরকম ভাববেন না যে অন্য নদী নিয়ে আমারা পরিকল্পনা করছি না। গঙ্গা মডেল দিয়ে আমরা শুরু করতে চাই।’
সূত্র : জি নিউজ।