অপারেটরদের সিমে কর প্রত্যাহারের দাবি
প্রযুক্তি ডেস্কঃ প্রস্তাবিত বাজেটে সিম কার্ডের ওপর নির্ধারিত ৩০০ টাকা ও প্রতিস্থাপিত সিমে ১০০ টাকা কর প্রত্যাহারের দাবি জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। যদিও বাজেটের আগ থেকেই সিম কার্ডের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের দাবি তুলেছিল অ্যামটব।
বুধবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় অ্যামটব। প্রস্তাবিত এই শুল্কের ফলে গ্রাহকরা দুর্ভোগে পড়বেন বলে মনে করছেন তারা।
গত বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিম কার্ডের ওপর নির্ধারিত ৩০০ টাকা ও প্রতিস্থাপিত সিমে ১০০ টাকা কর নির্ধারণের প্রস্তাব করেন। এর প্রতিক্রিয়ায় এই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায় মোবাইল অপারেটররা।
সংবাদ সম্মেলনে অ্যামটব মহাসচিব টি আই এম নুরুল কবির, রবির চিফ আপরেটিং অফিসার মাহবুব উদ্দিন আহমেদসহ আরও উপস্থিত ছিলেন- গ্রামীণফোনের পরিচালক ইশতিয়াক হাসান চৌধুরী, এয়ারটেলের চিফ অব করপোরেট অ্যাফেয়ার্স আশরাফ এইচ চৌধুরী, বাংলালিংকের ভারপ্রাপ্ত চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) শামসুদ্দিন আহমেদ ও সিটিসেলের ডেপুটি জেনারেল ম্যানেজার অব করপোরেট অ্যাফেয়ার্স নিশাদ আলী খান।