বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » আমি কিভাবে এমপি হলাম তা নিজেই জানি নাঃএরশাদ

আমি কিভাবে এমপি হলাম তা নিজেই জানি নাঃএরশাদ 

ershad

এই দেশ এই সময়,ঢাকাঃ  দশম জাতীয় সংসদের একতরফা নির্বাচনের কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত ershadএইচএম এরশাদ।
তিনি বলেছেন, ‘আমি নির্বাচন করিনি, দল আমার নির্দেশ অমান্য করে নির্বাচন করেছে।’
বুধবার বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জাতীয় পার্টি আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি অসুস্থ ছিলাম না, অথচ ভোটের সময় আমাকে অসুস্থ বানিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হয়নি। এমনকি ফোন পর্যন্ত ব্যবহার করতে দেয়া হয়নি।’
প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, ‘আমি কিভাবে এমপি হলাম তা নিজেই জানি না। আমি ভোট করিনি, অথচ লালমনিরহাট-১ আসনে আমাকে প্রার্থী বানিয়ে পাঁচ হাজার ভোট দিয়ে অপমানিত করেছে।’
সময় এলে সব কিছুরই উত্তর বের হয়ে আসবে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘সংকটময় মুহূর্তে আমার ভাইসহ যারা আমার নির্দেশ মেনেছেন, তাদের আমি ঠিক সময়ে মূল্যায়ন করবো।’
এরশাদ বলেন, দেশের মানুষ শান্তিতে নেই। ঘরে থাকলে খুন, বাহিরে গেলে গুম। প্রতিদিন ব্যাংক ডাকাতি হচ্ছে, প্রতিদিন কত মানুষ খুন হচ্ছে তার কোনো হিসাব নেই। এ দেশের মানুষ এ সরকারকে আর চায় না।
এ সময় তিনি লালমনিরহাট-২ আসনে সদ্য যোগদানকারী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রোকনউদ্দিনকে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
জনসভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম জিএম কাদের বলেন, সরকারের কিছু দালাল ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়েছেন। সময় এলে এসব বেঈমানদের প্রতিরোধ করা হবে।

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone