নূর হোসেন গ্রেফতার
এই দেশ এই সময়,ঢাকাঃ নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার মূল আসামি নূর হোসেন গ্রেফতার হয়েছেন।
শনিবার সন্ধ্যা ৭টায় তাকেসহ তিনজনকে আটক করে কলকাতার বিশেষ গোয়েন্দা পুলিশ।
নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমান বন্দর সংলগ্ন কুইখালি এলাকার ইন্দ্রপ্রস্থ এ্যাপার্টমেন্ট থেকে তাকেসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
আজ রোববার তাদের কলকাতার আদালতে তোলা হবে বলে কলকাতা পুলিশের একটি বিশেষ সূত্র নিশ্চিত করেছে।
অপর একটি সূত্র জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী নূর হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে
তাদের বর্তমানে বারাসাত থানায় রাখা হয়েছে বলে জানা গেছে। তবে অন্য একটি সূত্রে জানা যায়, আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের এয়ারপোর্ট সংলগ্ন বাগুইআটি থানাতেই রাখা হয়েছে।
কলকাতা পুলিশের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ থেকে নূর হোসেন সম্পর্কে ইন্টারপোলকে অবহিত করার পর থেকে সংস্থাটি তার সম্পর্কে অনুসন্ধান চালিয়ে আসছিল। এর সূত্র ধরে শনিবার সন্ধ্যায় নূর হোসেনসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ ও পরে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এ হত্যা মামলার মূল আসামি ছিলেন নূর হোসেন।