গুম হওয়া পরিবারের স্বজনদের সঙ্গে খালেদার সাক্ষাৎ
মোঃ জাফর ইকবাল, ঢাকা : রাতে লক্ষীপুর জেলা বিএনপিপন্থী গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
রবিবার রাত সাড়ে ৮ টায় চেয়ারপার্সনের গুলশানে রাজনৈতিক র্কাযালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠতি হবে। চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৫ জানুয়ারি নির্বাচনের আগে ও পরে বিএনপির আন্দোলনের সময় খুন ও গুম হওয়া প্রায় ২৪ টি পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন খালেদা জিয়া। এরি পরিপ্রেক্ষিতে আজ লক্ষীপুরে গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সঙ্গে বেগম জিয়া সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।