আইটেম গানে নাচতে আর রাজি নন বিদ্যা
বিনোদন ডেস্কঃ সিনেমায় আইটেম গানে নাচতে আর রাজি নন বলিউড ডিভা বিদ্যা বালন। বিদ্যা সাফ জানিয়েছেন, এটা তার ভালো লাগে না। ২০১২-তে ‘ফেরারি কি সওয়ারি’ সিনেমায় আইটেম ড্যান্সে দেখা গিয়েছিল বিদ্যাকে। কিন্তু এখন তিনি জানিয়ে দিয়েছেন, আমাকে আর কখনই আইটেম ড্যান্সে দেখা যাবে না। ‘ববি জাসুস’-এর প্রোমোশনের জন্য একটি ব্লগের সূচনা অনুষ্ঠানে ৩৬ বছরের অভিনেত্রী এ কথা জানিয়েছেন। ‘ববি জাসুস’-এ গোয়েন্দার চরিত্রে অভিনয় করছেন বিদ্যা। আগামী ৪ জুলাই এই সিনেমা মুক্তি পাবে। সূত্র-এবিপি আনন্দ।
Posted in: বিনোদন