জেনিফার লোপেজের নতুন প্রেম
বিনোদন ডেস্কঃ সময়টা ভালো যাচ্ছিল না জেনিফার লোপেজের। অল্প সময়ের ব্যবধানে বেশ কিছু খারাপ খবর ঘুরঘুর করছিল তাকে ঘিরে। একদিকে বিশ্বকাপ ফুটবলের জন্য গাওয়া গানটির ভরাডুবি। আর শেষমেশ গেল হপ্তায় শোনা গেল হালের প্রেমিক ক্যাসপার স্মার্টের সঙ্গেও নাকি হয়ে গেছে ছাড়াছাড়ি। সব মিলিয়ে ভরাডুবির শেষ প্রান্তে এসে জেলো সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্বকাপের আসর থেকেই পিছু হটবেন। কিন্তু একদিনের ব্যবধানে সব ঠিকঠাক। উড়ো বাতাস বলছে, খুব বেশি দিন একাকী জীবন কাটাতে আপত্তি জেনিফার লোপেজের। আর সেজন্যই ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’ খ্যাত ম্যাঙ্মি স্ম্যারকোভস্কির সঙ্গেই নাকি বেঁধেছেন নয়া প্রেমের সুতো। জেলোর গুছিয়ে ওঠার প্রমাণ পাওয়া গেল বিশ্বকাপের উদ্বোধনী আসরে যোগ দেয়ার ঘোষণাতেও। তবে কি জেলোর নয়া প্রেমের গুঞ্জনটা সত্যি?